অনলাইন ডেস্ক।।
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল ২১ হাজার। নতুন ১৫৯৮৯ শনাক্তসহ দেশে এ পর্যন্ত মোট ১২৮০৩১৭ করোনা রোগী পাওয়া গেছে।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
করোনায় এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১১৬২।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৫৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৯.৯১ শতাংশ।
ঈদের ছুটির পর কঠোর লকডাউনের মধ্যেই গত ২৮ জুলাই দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যায়। তা ২১ হাজার ছাড়িয়ে যায় মাত্র পাঁচ দিনে।
সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৫ হাজার ৪৮২ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১১ লাখ ৮ হাজার ৭৪৮ জন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.