অনলাইন ডেস্ক।।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে একদিনে ডেঙ্গু সংক্রমণের এটাই নতুন রেকর্ড।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। অধিদপ্তর জানায়, নতুন ২৮৭ রোগীর মধ্যে মাত্র আট জন ঢাকার বাইরের এবং বাকিরা ঢাকার।
এ নিয়ে চলতি বছর মোট তিন হাজার ১৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরের আছেন ১০২ জন।
চলতি মাসের দুই দিনে সারা দেশে মোট ৫২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুলাই মাসে দুই হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।
বর্তমানে ৯৭৮ জন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৩৮ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.