স্টাফ রিপোর্টার, মাদারীপুর।।
মাদারীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয়ে সোমবার সকালে পৃথক ভাবে করোনার প্রতিরোধক বুথ উদ্বোধন করা হয়। বিডিএইড এর সৌজন্যে প্রতিটি বুথে জনসাধারনের ব্যবহারের জন্য মাক্স, হ্যান্ড স্যানিটাইজার থাকবে। জেলা প্রশাসকের কার্যলয়ের প্রবেশদ্বারে সকালে করোনার প্রতিরোধক বুথ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত বুথটি উদ্বোধন করেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। বুথ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিডিএইড এর কেন্দ্রীয় মহাসচিব ইমরান খান, মাদারীপুর জেলা শাখার সভাপতি জাহিদ হোসেন অনিক, সহ-সভাপতি পাপ্পু, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ, উপদেষ্টা জুয়েল খান, সদস্য মিনাল প্রমুখ। বিডিএইড মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. জাহিদ হোসেন অনিক বলেন, করোনা প্রতিরোধের জন্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করা হয়েছে। শীর্ঘ্রই মাদারীপুর সদর হাসপাতাল, সদর মডেল থানা ও পৌরসভা কার্যালয়ে আরো তিনটি বুথ স্থাপন করা হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.