অনলাইন ডেস্ক।।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহার বিমানবন্দরে অন্তত তিনটি রকেট হামলা চালিয়েছে তালেবান। এতে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
একজন আফগান কর্মকর্তা রবিবার এ কথা জানিয়েছেন। খবর: বাসস।
বিমানবন্দর প্রধান মাসুদ পশতুন বলেন, গত রাতে বিমানবন্দরে তিনটি রকেট হামলা চালানো হয়। এর দু’টি রানওয়েতে আঘাত হানে। এ কারণে সকল ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে।
রানওয়ে মেরামতের কাজ চলছে। রবিবার দিন শেষে বিমানবন্দর সচল হবে বলে তিনি আশা করছেন।
কাবুলে বেসামরিক বিমান কর্তৃপক্ষের একজন কর্মকর্তাও এ হামলার কথা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত কয়েকদিন ধরেই কান্দাহারের উপকণ্ঠে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে তুমুল লড়াই চলছে। সরকারি বাহিনীর লজিস্টিক সাপোর্টের জন্য কান্দাহারের বিমান ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ।
তালেবান যোদ্ধারা বিমানবন্দরের সংযোগ সড়ক নিয়ন্ত্রণে নিতে চাইলেও রাত নাগাদ তাদের সেখান থেকে হটিয়ে দেয় সরকারি বাহিনী।
এদিকে তালেবান যোদ্ধারা হেরাত এবং হেলমান্দের লস্করগাহ’র নিয়ন্ত্রণ নেওয়ার জন্যও তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। এই তিনটি প্রদেশ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.