আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাবিরাট সড়কের সাপমারা ইউনিয়নের সারাই গ্রামে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়,শুক্রবার ৩০ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাটিতে ছিঁটকে পড়ে আব্দুস সালাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় তার সাথে থাকা মটরসাইকেলে থাকা অপর আরোহী ফুল মিয়া নামের যুবকও ছিঁটকে পড়ে গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
নিহত আব্দুস সালাম একই ইউনিয়নের খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও নিহত ফুলমিয়া পন্ডিতপুর গ্রামের ফেরদৌসের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মিলন চ্যাটার্জী দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.