ডেস্ক রিপোর্ট।।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ২১ জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।
এদের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের ৩ জন, নওগাঁর ৪ জন, পাবনার ৫ জন এবং ঝিনাইদহের একজন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং ১০ জন নারী।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে ১১ জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন রয়েছেন।
এ নিয়ে চলতি মাসের ২৭ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৪৭৪ জন। এর মধ্যে করোনা পজেটিভ ছিলেন ১৬২ জন আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩১২ জন।
হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪০জন। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৯৯ জন।
এর মধ্যে ১৭৮ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৭ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন আছেন ৪৪ জন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.