অনলাইন ডেস্ক।।
আনুষ্ঠানিকভাবে লিওনেল মেসির ভবিষ্যৎ এখনো সমাধান হয়নি। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ড বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে আগ্রহী। তবে কাতালান জায়ান্টদের সঙ্গে তার নতুন চুক্তি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বার্সা সমর্থকরা তো বটে, মেসির সাবেক ক্যাম্প ন্যু সতীর্থ রোনালদিনহোও আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন ক্লাবের সঙ্গে এলএমটেনের নতুন চুক্তি কী হতে যাচ্ছে, তা নিয়ে। ব্রাজিলিয়ান তারকাও চান মেসি বার্সায় থাকুক।
টুট্টোমার্সেতোকে রোনালদিনহো বলেন, ‘মেসির থাকা উচিত’।
তিনি আরও জানান, ‘যখন সে (মেসি) অবসর নেবে, ক্লাবের উচিত হবে তার সঙ্গে ১০ নম্বর জার্সিতে অবসরে পাঠানো। এই জার্সি গায়ে আর কেউ খেলবে না। দীর্ঘদিন ধরে আমি তার অপেক্ষা করছি।’
বার্সায় পেশাদারি ক্যারিয়ারের শুরুতে সতীর্থ হিসেবে রোনালদিনহোকে পেয়েছিলেন মেসি। তার আগে ১০ নম্বর জার্সি পরে মাঠ মাতিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.