জুয়েল শাহদাত, মাদারীপুর।।
মাদারীপুর কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে মাতুব্বর স্টোর নামে এক মুদি দোকানে মোড়ক বিহীন খোলা সেমাই বিক্রয়ের অপরাধে দোকান মালিক সাগর মাতুব্বর কে ১০০০০/-- জরিমানা করা হয়।জরিমানা কালে অভিযান পরািরচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মাদরীপুর এর সহকারী পরিচালক জান্নতুল ফেরদাউস, কালকিনি স্যানিটারী ইন্সপেক্টর ইকরাম হোসেন ও কালকিনি পুলিশ।ঘটনাটি ঘটেছে শনিবার সকালে।
এ ব্যাপারে কালকিনি স্যানিটারী ইন্সপেক্টর ইকরাম হোসেন জানান, বর্তমান দুর্যোগকালীন সময়েও,রমজান ও ঈদ কে পুঁজি করে কতিপয় অসাধু ব্যাবসায়ী লাভের আসায় নিন্মমানের খাদ্য সামগ্রী দোকান জাত করছেন।এমন সংবাদ পেয়ে আমরা সরাসরি মাঠে নেমে কাজ করছি।আজ আমরা কালকিনি ফাসিয়াতলা বাজারে মোড়ক বিহীন খোলা সেমাই জব্দ করেছি, এসবের সাথে মেয়াদ কাল ও মেয়াদউত্তীর্ণ কাল কোন তারিখ নেই।তাই সাধারনত জনগণের সাথে প্রতারনা ঠেকাতে ও তাদের স্বাস্হ্যের কথা ভেবে আমরা এ অভিযানে নেমেছি, এই অভিযান অব্যাহৃত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.