অনলাইন ডেস্ক।।
২০১৮ সালের ১৩ এপ্রিল মুক্তি পায় ইয়ামিন হক ববি অভিনীত চলচ্চিত্র ‘বিজলী’। ইফতেখার চৌধুরী পরিচালিত কল্পবিজ্ঞান ভিত্তিক এই চলচ্চিত্রের প্রযোজকও ছিলেন ববি নিজেই। এবার ববি ঘোষণা দিলেন বিজলী-২ নির্মাণের। জিটিভির ক্রিকেট শো ক্রিকেট ম্যানিয়ায় আলোচনার সময় তিনি ‘বিজলী ২’ নির্মাণের কথা জানান।
একজন সাধারণ মানুষের অসাধারণ সুপারপাওয়ার এবং তাকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে গড়ে উঠেছে ‘বিজলী’র কাহিনী। এটি বাংলাদেশের প্রথম সুপারওম্যান ছবি।
`বিজলী'র কাহিনী বর্তমান সময়কে ঘিরেই গড়ে উঠেছে, যার সূত্রপাত ঘটে প্রায় ২০ বছর আগে একটি ষড়যন্ত্রের কারণে। বাংলাদেশ, ভারত, থ্যাইল্যান্ড ও আইসল্যান্ডের অনেক রেয়ার লোকেশনে এ ছবির দৃশ্য ধারণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.