অনলাইন ডেস্ক।।
ব্রিটেনে নিজেদের নতুন প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর আগের রাষ্ট্রদূতকে নাটকীয়ভাবে সরিয়ে দেয়া হয়।
জান্তা সরকারের একটি সূত্র উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, নতুন রাষ্ট্রদূতের ব্রিটেনে ভ্রমণের জন্য ইতিমধ্যে ভিসার আবেদন করা হয়েছে।
মিয়ানমারের নতুন রাষ্ট্রদূতের নিয়োগের বিষয়ে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।
নতুন নিয়োগ পাওয়া কূটনীতিক আগের রাষ্ট্রদূত কেয়াও জোয়ার মিনের স্থলাভিষিক্ত হচ্ছেন। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চিকে হটিয়ে সেনাবাহিনীর ক্ষমতা কেড়ে নেয়ার প্রতিবাদ করেছিলেন কেয়াও জোয়ার মিন এবং আন্দোলনেও সরব ছিলেন তিনি।
মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পর থেকে এখন পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে ৯শ'র বেশি মানুষ নিহত হয়েছেন। আটক করা হয়েছে কয়েক হাজার সাধারণ মানুষকে।
এরপর থেকে মিয়ানমার সেনা বাহিনীর দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বহু দেশ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.