রাকিবুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা।।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের উদ্ভাবনী মানবিক সহায়তা প্রদানে সদরপুর উপজেলায় ডিজিটাল কার্ডের খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন । আজ শুক্রবার সকালে উপজেলার ৯টি ইউনিয়নে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া হত দরিদ্র ৬ হাজার ৭শ ৫০টি ডিজিটাল কাডের্র মাধ্যমে এ খাদ্য সামগ্রী প্রদান করে। উদ্বোধন শেষে এমপি নিক্সন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কার্ড ধারীদের মাঝে এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে । এসময় উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান শিকদার, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.