অনলাইন ডেস্ক।।
প্রায় বছর পরে ছোটপর্দার জন্য কাজ করলেন জনপ্রিয় মডেল উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। এবার ঈদে তিনটা নাটকে কাজ করেছেন এই তারকা।
শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘আমার কাছে নাটক করা সব সময় চ্যালেঞ্জিং মনে হয়। উপস্থাপনার চেয়ে নাটক করা অনেক কঠিন। কারণ আমি প্রফেশনাল অভিনয়শিল্পী না।’
৫ বছর পরে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৪/১৫ সালে ক্যারিয়ার শুরুর দিকে নাটকে কাজ করেছিলাম। এরপর আর দীর্ঘদিন কাজ করিনি। এবার ঈদের জন্য তিনটি নাটকে কাজ করলাম। আশা করি নাটকগুলো দর্শকদের ভালো লাগবে।’
মাহমুদ দিদারের পরিচালনায় ‘প্রিয় ডাকবাক্স’ নাটকে শ্রাবণ্যর বিপরীতে আছেন খায়রুল বাশার। রুদ্র হকের গল্প ও চিত্রনাট্যে এতে দেখা যাবে চিঠির যুগের প্রেমের গল্প। এটি ঈদের সপ্তমদিন জিটিভিতে প্রচারিত হবে।
রাইসুল তমালের পরিচালনায় ‘ভাঙনের পর’ নাটকে শ্রাবণ্যর বিপরীতে রয়েছেন ইরফান সাজ্জাদ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন রুদ্র হক। এটি ঈদের পঞ্চম দিন প্রচারিত হবে জিটিভিতে।
ইমদাদুল হক মিলনের গল্পে নূর আনোয়ার হোসেন নির্মাণ করেছেন ‘বিয়ের কয়েক দিন আগে’। এতে শ্রাবণ্যর বিপরীতে রয়েছেন সজল। এটি ঈদের দ্বিতীয় দিন বিটিভিতে প্রচারিত হবে।
এর বাইরেও তাকে দেখা যাবে ঈদের বেশ কিছু শো’র উপস্থাপনা করতে। ঈদের সাত দিনই লাইভ অনুষ্ঠান করবেন দেশ টিভিতে। ঈদের স্পেশাল শো করেছেন এটিএন বাংলা ও বিটিভিতে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.