অনলাইন ডেস্ক।।
বন্দুকধারীর হামলায় প্রেসিডেন্ট নিহত হওয়ার পর থেকে দিন দিন জটিল হচ্ছে হাইতির পরিস্থিতি। এবার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লড জোসেফ।
তিনি জানান, এমন কোন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর পক্ষে থাকবেন, যার ব্যাপক আন্তর্জাতিক সমর্থন রয়েছে।
৭ জুলাই প্রেসিডেন্ট জোভেনেল ময়েস হত্যার পর থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ক্লড জোসেফ। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে তিনি জানান, শিগগিরই ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। আর ৭১ বছর বয়সী নিউরোসার্জন আরিয়েল হেনরি তার স্থলাভিষিক্ত হবেন।
জোসেফ বলেন, “আমাকে যারা চেনেন, তারা সবাই জানেন যে আমি ক্ষমতা দখলে আগ্রহী নই। প্রেসিডেন্ট ময়েস আমার বন্ধু ছিলেন। আমি তার হত্যার ন্যায়বিচার দেখতে আগ্রহী।”
তবে জোসেফ ঠিক কবে নাগাদ পদত্যাগ করবেন, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, হাইতির নির্বাচন বিষয়ক মন্ত্রী ম্যাথিয়াস পিয়ের বলেছেন, “আলোচনা এখনো অব্যাহত রয়েছে।”
আরও বলেন, জোসেফ আবার পররাষ্ট্রমন্ত্রীর পদে ফিরে যাবেন।
গত মঙ্গলবার গভীর রাতে নিজ বাসভবনে বন্দুকধারীর হামলায় নিহত হন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস। এ হামলায় তার স্ত্রীও আহত হন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.