অনলাইন ডেস্ক।।
পৃথক দুটি চালানে চীন থেকে কেনা সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা দেশে পৌঁছেছে।
প্রথমে শনিবার রাত পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ১০ লাখ ডোজ আসে।
পরে রাত ৩টায় আরেকটি ফ্লাইটে ১০ লাখ ডোজ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো. শামসুল হক বলেন, দুটি ফ্লাইটে ২০ লাখ ডোজ টিকা এসেছে। সব মিলিয়ে সিনোফার্মের ৫১ লাখ ডোজ টিকা আসলো।
চীন থেকে দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে চুক্তি করেছে বাংলাদেশ।
এর আগে গত ৩ জুলাই রাতে সিনোফার্মের টিকার ১০ লাখ এবং পরদিন সকালে আরও ১০ লাখ ডোজ আসে।
চুক্তি হওয়ার আগেও দুদফায় উপহার হিসেবে চীন থেকে একই টিকার ১১ লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ।
উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের ১১ লাখ ডোজ এবং কেনা টিকার ২০ লাখ ডোজ হাতে আসায় দেশে ফের গণটিকাদান শুরু হয়। জেলা ও উপজেলা পর্যায়ে দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.