প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৩:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২১, ১:৩১ পি.এম
এফডিসিতে ৬টি গরু কোরবানি দেবেন পরীমণি
অনলাইন ডেস্ক।।
জনপ্রিয় অভিনেত্রী পরীমণি প্রতি বছর এফডিসিতে সহশিল্পীদের জন্য কোরবানি দেন। ২০১৬ সাল থেকে তিনি কোরবানি দেওয়া শুরু করেন। প্রথম বছর তিনি একটি গরু কোরবানি দেন। এরপরের বছর দেন দুটি, এভাবে প্রতি বছর একটি করে গরু বেশি কোরবানি দিয়ে আসছেন। তার ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহায় এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেবেন এ নায়িকা।
পরী বলেন, ‘প্রতি বছরই আমি সবার সঙ্গে ঈদ আনন্দ উদ্যাপনের চেষ্টা করি। এবারও সেই পরিকল্পনা নিয়েছি। করোনা পরিস্থিতিতে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের কথা মাথায় রেখে এবার এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেব।’
তিনি আরও বলেন, ‘শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম প্রতি বছর একটি করে কোরবানি বাড়াব। সে মোতাবেকই কোরবানি দিচ্ছি। এফডিসিকে আমার দ্বিতীয় পরিবার মনে করি। যত দিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব।’
উল্লেখ্য, গত বছর করোনা মহামারির মধ্যেও পাঁচটি গরু কোরবানি দেন পরী। এসব কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.