মাদারীপুর প্রতিনিধি ।।
মাদারীপুরের কালকিনিতে অসহায় ও সমাজের নিন্ম আয়ের মানুষের বাড়িতে ত্রাণ ও ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছে ‘আলোর পথে রায়পুর’ নামের একটি বেসরকারি সামাজিক সংগঠন। শুক্রবার সকালে কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের তিন শতাধিক মানুষের বাড়িতে গিয়ে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে নামের তালিকা করে এই কার্যক্রম বৃদ্ধি করা হবে বলেও জানান সংগঠনের সদস্যরা। বিনামূল্যে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র ও দিনমজুর মানুষ।
‘আলোর পথে রায়পুর’ সংগঠনের সাধারণ সম্পাদক রাকিব হোসেন জানান, করোনা পরিস্থিতিতে কাজে যেতে না পারা সমাজের নিন্ম আয়ের মানুষ ও হতদরিদ্রদের নামের তালিকা করে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আলু, চিনি, সেমাইসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়। এছাড়া সমাজের অসহায় মানুষদের ঈদের পোষাকও দেয়া হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত এই কর্মসূচী চলবে বলে জানান সংগঠনের নেতারা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.