অনলাইন ডেস্ক।।
ইরাকের একটি হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫২ জনের বেশি মানুষ মারা গেছেন।
দেশটির দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল হুসেইন হাসপাতালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর করোনা ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে।
সোমবার রাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হাসপাতাল ভবনের ভেতরে এখনো তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি বলেন, প্রায় ৭০ জন রোগীর ধারণক্ষমতার করোনা ওয়ার্ডের ভেতরে এখনো লোকজন আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর হাসপাতালটির বাইরে বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভ করেছেন। তারা কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে স্লোগান দিয়েছেন।
ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবৌসি এক টুইটে বলেছেন, ইরাকি জনগণের জীবন রক্ষায় ব্যর্থতার স্পষ্ট প্রমাণ এ অগ্নিকাণ্ড। এ ধরনের বিপর্যয়কর ব্যর্থতা অবসানের সময় এসেছে।
গত এপ্রিলে ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে আগুনে কমপক্ষে ৮২ জন মারা যান। অক্সিজেন ট্যাংক বিস্ফোরিত হয়ে এ আগুন লেগেছিল। ওই ঘটনায় দেশটির তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমি পদত্যাগ করেন।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ইরাকে এখন পর্যন্ত ১৪ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১৭ হাজারের বেশি মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, চার কোটি নাগরিকের এই দেশে করোনাভাইরাসের টিকার অন্তত এক ডোজ পাওয়া মানুষের সংখ্যা ১০ লাখের মত।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.