জামালপুর সংবাদদাতা।।
জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে আগুনে পুড়ে গেছে একটি রেস্টুরেন্টসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠান। রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত আসাদুল হক জানান, লকডাউনের কারণে তার মালিকানাধীন আয়না কফি হাউজ এন্ড ফাস্টফুড বন্ধ ছিল। রাত আড়াইটার দিকে তার প্রতিষ্ঠানে আগুন লাগার খবর শুনে এসে দেখেন প্রতিষ্ঠানের সব পুড়ে গেছে। এ ছাড়াও জহুরুল ইসলামের আঁখি ডিজিটাল স্টুডিও এবং নুর ইসলামের পারভীন বিউটি পার্লারও আগুনে পুড়ে গেছে। জামালপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার নান্দিনা ছেঁড়া মার্কেটে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের সদস্য প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সাকিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। আগুনে পুড়ে যাওয়া ক্ষতির পরিমান আনুমানিক ৩ লক্ষ টাকা হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.