অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসে দেশে একদিনে রেকর্ড ১৩৭৬৮ জন শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২২০ জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪০৬৭ নমুনা পরীক্ষায় ১৩৭৬৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়। এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল ১১ হাজার ৮৭৪।
সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭। মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬৩৯ জনের।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৫৫ জনের।
চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৩৭ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুর বিভাগে মৃত্যু হয়েছে ১৮ জনের। বাকিরা অন্যান্য বিভাগের
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.