অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসের (কভিড-১৯) অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টকে ‘জঘন্য’ অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।
স্থানীয় সময় রবিবার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
এবিসি নিউজের একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ফাউসি বলেন, এটা খুবই স্পষ্ট যে ডেল্টা একটি জঘন্য ধরন। এটির মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার ক্ষমতা অনেক বেশি।
তিনি বলেন, ‘খারাপ খবর হলো- আমাদের খুব জঘন্য একটি ধরন আছে। আর ভালো খবর হলো- আমাদের টিকা আছে, যা এ ধরনের বিরুদ্ধে কাজ করে।’
দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাসের বিরুদ্ধে অধিকাংশ টিকাই বেশ কার্যকর জানিয়ে জনগণকে দ্রুত টিকা নিতে সম্প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের এই শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ।
করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট শুরুতে ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ বলা হতো। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার এই ভ্যারিয়েন্টের নাম দেয় ‘ডেল্টা’।
ইতোমধ্যে শতাধিক দেশে অতিসংক্রামক এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এই ভ্যারিয়েন্টের কারণেই গত এপ্রিল ও মে মাসে ভারতে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। এই ভ্যারিয়েন্টের দাপটে বাংলাদেশেও করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.