আমিরুল ইসলাম কবিরঃ
কোভিড-১৯ এর বিস্তার রোধ কল্পে ক্ষতি/দুস্থ/অতিদরিদ্র ব্যক্তি পরিবারকে জি আর এবং ভিজি এফ কার্ডের বিপরীতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নে নগদ অর্থ বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং ৭নং ইদিলপুর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে রবিবার ১১ জুলাই মাদারহাট ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান রাব্বি আব্দুল্ল্যা রিয়ন ৮'শ ৫৯ জন সুবিধাভোগীদের মাঝে ৫'শ টাকা হারে মোট ৪ লাখ ২৯ হাজার ৫'শ টাকা সুষ্ঠুভাবে বিতরণ করেন। প্রথম ধাপে ৫'শ ৫০ জন,দ্বিতীয় ধাপে ২'শ জন এবং তৃতীয় ধাপে ১'শ ৯ জন মিলে মোট ৮'শ ৫৯ জন কোভিড-১৯ এ জি আর এর ৫'শ টাকা করে নগদ সহায়তা দেয়া হয়। এ অর্থ বিতরণকালে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন,সাদুল্লাপুর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হাসান।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.