অনলাইন ডেস্ক।।
তুরস্কের পূর্বাঞ্চলের একটি সড়কে অভিবাসীদের বাস দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন। বাসটিতে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানের অভিবাসী ছিলেন বলে জানিয়েছে রয়টার্স।
স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছেন।
ইরান সীমান্তের কাছে তুরস্কের মুরাদিয়ে জেলায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এই সময় গাড়িটিতে আগুন ধরে যায়।
ইরান কিংবা তুরস্ক কোনো পক্ষই ভুক্তভোগীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। কোন দেশের কত জন মারা গেছেন, সেটিও এখনো জানা যায়নি।
রয়টার্স লিখেছে, বাসের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
ইউরোপে যাওয়ার আশায় অভিবাসীরা তুরস্ককে প্রায়ই ব্যবহার করে থাকেন। ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের নাগরিকেরা এই অঞ্চল দিয়ে বেশি যাতায়াতের চেষ্টা করে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.