প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২১, ১২:৫৫ পি.এম
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট।।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রবিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। আগেরদিন ১৪ জনের মৃত্যু খবর দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। করোনা নেগেটিভ হওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৯ জনের মধ্যে রাজশাহীর ৯, নাটোরের ৬, পাবনা ১, নওগাঁ ২ ও কুষ্টিয়ার একজন করে আছেন। মৃতদের মধ্যে ৯ জন নারী, ১০ জন পুরুষ।
বয়স বিশ্লেষণে দেখা গেছে, ১৯ জনের মধ্যে ৯জনই ষাটোর্ধ্ব, ৭জন পঞ্চাশোর্ধ্ব, একজন চল্লিশোর্ধ্ব এবং ২ জনের বয়স ৩০ এর নিচে।
গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। এ সময় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫১৮ জন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.