প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন কোনওদিনও হয়তো বের হবে না বলে গবেষকদের আশঙ্কাকে উড়িয়ে বিশ্বের প্রথম সফল কোভিড-১৯ ভ্যাকসিন আবিষ্কার করার দাবি করেছে ইউরোপের দেশ ইতালি।
গবেষকদের দাবি, ইঁদুরের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করায় সেখানে অ্যান্টিবডি তৈরি হয়েছে, যা মানুষের শরীরেও তৈরি হতে পারে। খুব শিগগিরিই মানবেদেহে ভ্যাকসিনের প্রয়োগ-পরীক্ষা শুরু করা হবে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, রোমের সংক্রমণাত্মক রোগ সম্পর্কিত স্পালানজানি হাসপাতালে ওই ভ্যাকসিনের পরীক্ষা করা হয়।
ইতালির যে সংস্থা এই ভ্যাকসিন তৈরির কাজ করছে, সেই তাকিস’র এক শীর্ষকর্তা জানান, এখনও পর্যন্ত এটিই হল ইতালিতে তৈরি হওয়া কোনও ভ্যাকসিনের সবচেয়ে উন্নত পর্যায়ের পরীক্ষা।
তিনি আশা প্রকাশ করেছেন, সম্ভবত এক-দু’মাসের মধ্য়েই মানুষের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করে দেখা হবে।
গবেষকদের দাবি, পরীক্ষার পন্থা হিসেবে ইঁদুরের শরীরে এই ভ্যাকসিন প্রয়োদ করা হয়েছিল। তাতে প্রশ্নাতীত সাফল্য মেলে। একবার ভ্যাকসিনেশনের পরই, ইঁদুরের শরীরে অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। পরে, ভাইরাস ঢোকানো হলে, ওই অ্যান্টিবডি রুখে দেয় ভাইরাসকে।
মোট পাঁচ ধরনের ভ্যাকসিন কম্বিনেশন নিয়ে পরীক্ষা চালানো হয়। গবেষকদের দাবি, প্রত্যেকটিই বিপুল পরিমাণ অ্যান্টিবডি তৈরি করেছে। তবে, সেরা দুই কম্বিনেশন নিয়ে এগিয়ে চলেছেন তারা।
এখানে বলে রাখা প্রয়োজন, এই ভ্যাকসিনগুলির ডিএনএ-নির্ভর। যেখানে কোভিড-১৯ ভাইরাস আরএনএ-নির্ভর। বর্তমানে, মডার্না নামে কেমব্রিজের বায়োটেক সংস্থা আরএনএ-নির্ভর ভ্যাকসিন তৈরির কাজ করছে। ওই ভ্যাকসিনের নাম ‘এমআরএনএ-১২৭৩’।
এই কারণেই, করোনা ভ্যাকসিন নিয়ে এখনই আশাবাদী হতে পারছেন না বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, কোনওদিনই হয়ত এই ভাইরাসের ভ্যাকসিন বের হবে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর করোনা বিশেষজ্ঞ ডেভিড নাবারো বলেন, বছরের পর বছর ধরে গবেষণা চালানোর পর এখনও পর্যন্ত এইচআইভি বা ডেঙ্গির ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। তাহলে, কী করে নিশ্চিতভাবে বলতে পারি, যে কোভিড-১৯ ভ্যাকসিন বের হবেই।
তিনি যোগ করেন, চার দশক হয়ে গেল, সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু হল। এখনও বিশ্ব এইচআইভি ভ্যাকসিনের অপেক্ষায়। প্রতি বছর ডেঙ্গিতে ৪ লক্ষ মানুষ মারা যাচ্ছেন। এখনও কোনও সঠিক ভ্যাকসিন নেই। আর যদিও বা কোনও কোভিড-১৯ ভ্যাকসিন বের হয়, তাহলে তার কার্যকারিতা কতটা সেটাও দেখতে হবে। খারাপ দিকগুলিও বিবেচনার মধ্যে আনতে হবে। যেমন, যদি কোনওদিন ভ্যাকসিন বের না হয়, তাহলে কীভাবে এই সংক্রমণের মোকাবিলা করা হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.