বিশ্বজুড়ে করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২ লাখ ৫৮ হাজার ৩০৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩৭ লাখ ২৬ হাজার ৭৯৭ জন। সুস্থ হয়েছেন ১২ লাখ ৪১ হাজার ৯২৪ জন।
বুধবার (৬ মে) সকালে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বর্তমানে কোভিড-১৯ সংক্রমিত ২২ লাখ ২৬ হাজার ৫৬৭ জনের মধ্যে ২১ লাখ ১৭ হাজার ৩১৯ জন স্থির অবস্থায় রয়েছেন।
এছাড়া, ৪৯ হাজার ২৪৮ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ রোগকে কোভিড-১৯ নামকরণ করে গত ১১ ফেব্রুয়ারি এবং কোভিড-১৯ মহামারি হিসেবে ঘোষণা দেয় ১১ মার্চ।
মঙ্গলবার পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছে ১৮৩ জনের। আর আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯২৯ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৪০৩ জন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.