আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, পর্যাপ্ত আইসিইউ,পিসিআর ল্যাব স্থাপনসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন করেছে গাইবান্ধা নাগরিক মঞ্চ। ১০ জুলাই শনিবার সকাল ১১টায় সিভিল সার্জনের কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাগরিক মঞ্চের সিনিয়র সদস্য ওয়াজিউর রহমান রাফেল এর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নাগরিক মঞ্চের সদস্য সচিব এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল,বাসদ (মার্কসবাদী)’র কাজী আবু রাহেন শফিউল্যাহ,কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা মনিরুজ্জামান,ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র মৃণাল কান্তি, সাম্যবাদী আন্দোলনের সবুজ মিয়া,সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, জন উদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্ত্তী,মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী,জাসদ নেতা মামুনুর রশীদ রুবেল,নুর মোহাম্মদ বাবু,ছাত্র নেতা রোকনুজ্জামান রোকন,ওয়ারেছ সরকার,শামীম আরা মিনা, রাহেলা সিদ্দিকা প্রমুখ। সঞ্চালনায় ছিলেন,নারী নেত্রী নিলুফার ইয়াছমিন শিল্পী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা সিপিবি’র সভাপতি মিহির ঘোষ,জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা,সাম্যবাদী আন্দোলনের নেতা মনজুর আলম মিঠু, সাবেক কাউন্সিলর জি এম চৌধুরী মিঠু,মানবাধিকার কর্মী শহিদুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, গাইবান্ধায় জেলায় কোন আইসিইউ বেড না থাকা দুঃখজনক। জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনার বিষয় তুলে ধরে তারা দাবী করেন অবিলম্বে হাইফ্লো ন্যাজাল কেন্যুলা সংযোজনসহ সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করার দাবি জানান। সেইসাথে জরুরী ভিত্তিতে গাইবান্ধায় পিসিআর ল্যাব স্থাপনেরও দাবি জানান। বক্তাগণ শ্রমজীবী মানুষসহ সকলকে করোনা টিকা কর্মসূচির আওতায় আনার দাবী করেন এবং প্রয়োজনে ভ্রাম্যমান টিকা প্রদানের ব্যবস্থা করতে সিভিল সার্জনের প্রতি আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.