জুয়েল শাহাদাত, মাদারীপুর।।
মাদারীপুর পৌরসভার চরমুগুরিয়া এলাকায় ১১টি বানরকে খাবারের সাথে বিষ দিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাদারীপুর শহরের এই বানরগুলো শত বছর ধরে চরমুগুরিয়া বন্দরের মানুষের পাশাপাশি বসবাস করে আসছে।
মঙ্গলবার বিকালে কয়েকজন লোক বানরকে খাবারদেয়। ওই খাবার খেয়েই বানরগুলো মারা যায়।মৃত বানরগুলোকে স্থানীয়রা মাটি চাপা দিয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, স্থানীয় একটি বেকারী কারখানার মালিক বিষ প্রয়োগ করে বানরগুলোকে মেরে ফেলেছে। তারা আরো জানান, খাদ্য সংকটের কারণে বানরগুলো বাসাবাড়িতে বিভিন্ন সময় হানা দিত। তবে একারনে কেউ কখনও বানর মারেনি।
মুক্তিযুদ্ধের আগে থেকেই মানুষের সাথে এখানে বানরের বসবাস। দুরদুরন্ত থেকে মানুষ এখানে বানর দেখতে আসতো। এদের বিচারণ ছিল চরমুগরিয়ার এলাকাজুড়ে।
জেলা বন বিভাগের তথ্য মতে, চরমুগরিয়ায় এখনও আড়াই হাজারের মতো বানর আছে।
এ বিষয়ে বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এস এম জহির আকন বলেন, মাদারীপুরের চর মুগরিয়া কলেজ রোডে বিষ প্রয়োগে বানর হত্যার খবর পেয়ে বন সংরক্ষক যশোর, ডিএফও ফরিদপুর এবং সংশ্লিষ্ট রেঞ্জ ও বিট কর্মকর্তার সাথে বিষয়টি আলোচনা করি। ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে একটি টিম সরেজমিনে তদন্ত করেছেন। মাদারীপুর জেলা প্রশাসন এ বিষয়টি নজরদারি করছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.