অনলাইন ডেস্ক।।
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েসকে হত্যার অভিযোগে চার সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পুলিশের বরাতে খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
চারজনকে হত্যার পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে। দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সে বাকি সন্দেহভাজনদের বিরুদ্ধে লড়াই করছে নিরাপত্তা বাহিনীরা।
পুলিশ প্রধান লিয়ন চার্লস বলেছেন, ‘তাদেরকে হত্যা বা বন্দী করা হবে।’
বুধবার স্থানীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতি তিনি আরও বলেন, ‘চার ভাড়াটেকে হত্যা করা হয়েছে এবং দুজনকে বন্দী করা হয়েছে। জিম্মি তিন পুলিশকেও উদ্ধার করা হয়েছে।’
‘অপরাধ সংঘটিত করার পর পালানোর সময় আমরা তাদেরকে (সন্দেহভাজন) এক রাস্তায় অবরুদ্ধ করি। এরপর, তাদের সঙ্গে আমাদের লড়াই শুরু হয়’, যোগ করেন চার্লস।
বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় এক দল দুর্বৃত্ত অস্ত্র হাতে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে হামলা চালায় ময়েসের ওপর। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ৫৩ বছর বয়সী প্রেসিডেন্ট। গুরুতর আহত হন তার স্ত্রী মার্টিন ময়েস। তাকে ফ্লোরিডা নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.