অনলাইন ডেস্ক।।
আদালত অবমাননার অভিযোগে ১৫ মাসের শাস্তি ভোগ করতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
বুধবার তাকে নিজ প্রদেশের কোয়াজুলু-নাটালের এস্টকোর্ট কারেকশনাল সেন্টারে পাঠানো হয়েছে।
নিজে আত্মসমর্পণ না করলে পুলিশ গ্রেপ্তার করবে বলে জুমাকে সতর্ক করে দেওয়া হয়। মধ্যরাতে সতর্কবার্তা পাওয়ার পর নিজেকে পুলিশের হাতে তোলে দেন এই সাবেক প্রেসিডেন্ট।
দুর্নীতির তদন্তে সহযোগিতা না করায় গত সপ্তাহে ৭৯ বছর বয়সী জুমাকে কারাবাসের শাস্তি দেওয়া হয়। এই কারাদণ্ডের ফলে দক্ষিণ আফ্রিকায় এক নজিরবিহীন ঘটনার জন্ম নিল। বেধে দেওয়া সময় সীমার মধ্যে বুধবার নিজেকে পুলিশে হাতে তোলে দেন জুমা।
এর আগে রবিবার আত্মসমর্পণ করতে অস্বীকার করেন তিনি। যার ফলে এই সময়সীমা দেওয়া হয়।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে জ্যাকব জুমা ফাউন্ডেশন জানায়, সাবেক প্রেসিডেন্ট ‘কারাবন্দী আদেশ মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন’ এবং তিনি কারা কর্তৃপক্ষের হাতে নিজেকে সোপর্দ করেছেন।
তার কন্যা ডুডু জুমা-সাম্বুদলা পরে টুইটারে জুমার কারাগারে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে কোনো সাবেক প্রেসিডেন্টকে কখনো কারাগারে দেখেনি দক্ষিণ আফ্রিকা।
৯ বছর ক্ষমতায় থাকাকালীন দুর্নীতির অভিযোগে শুরু হওয়া তদন্তে নিজের পক্ষে কোনো প্রমাণ দিতে না পারায় ২৯ জুন শাস্তি দেওয়া হয় জুমাকে।
ভারতীয় বংশোদ্ভূত তিন ব্যবসায়ীকে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন ও সরকারি নীতি লঙ্ঘন করে ব্যবসা করার সুযোগ দেন বলে অভিযোগ ওঠে জুমার বিরুদ্ধে। তবে তিনি সেই অভিযোগ অস্বীকার করেন।
২০১৮ সালে নিজ পার্টি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) কর্তৃক জুমাকে ক্ষমতাচ্যুত করা হয়। তবে সমর্থকদের কাছে বিশ্বস্ত ছিলেন তিনি। বিশেষ করে, তার নিজ প্রদেশ কোয়াজুলু-নাটালে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.