ডেস্ক রিপোর্ট –
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ২০ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে এই হাসপাতালে মারা গেছেন ১২১ জন।
এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা যান ৩৪ জন। বাকিদের মৃত্যু হয় উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। তাদের মধ্যে ১ জনের করোনা নেগেটিভও হয়েছিল।
এদের মধ্যে ৭ নারী ও ১৩ জন পুরুষ। বেশির ভাগের বাড়ি রাজশাহী জেলায়। রাজশাহীর ৭, নওগাঁর ৩, নাটোরের ২, চাঁপাইনবাবগঞ্জ ২, পাবনা ৪, কুষ্টিয়ার ও মেহেরপুরে ১ জন করে রয়েছেন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, ২০ জনের মধ্যে ১৪ জন ষাটোর্ধ্ব, দুইজন পঞ্চাশোর্ধ্ব, দুইজন চল্লিশোর্ধ্ব ও দুইজন ত্রিশোর্ধ্ব।
করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬৬ নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৭ জন।
বর্তমানে এখানে ৪৭০ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত ইউনিটে শয্যা সংখ্যা ৪৫৪টি।
এদিকে, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ল্যাবে ৫৬২ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া যায়।
রাজশাহী জেলার ৪৪৭ নমুনা পরীক্ষা করে ৯৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চাঁপাইনবাগঞ্জের ১১৬ জনের নমুনার মধ্যে ১৮ জনের পজিটিভ এসেছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.