আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের দুর্গাপুর নতুন বাজার রাস্তার বৈরীহরিণমারী নামক স্থানে আজ সোমবার বিকেলে দুইজন লোক কলার গাছ দিয়ে ছোট ভেলা তৈরী করে লাল সালু দিয়ে ওই কলার গাছের ভেলার চারকোণায় গেড়ে দিয়ে মাঝখানে ময়দার মূর্তি তৈরী করে সাদা কাফনের কাপড়ে জড়িয়ে রাস্তার পাশে একটি ডোবয় রেখে যায়।
বিষয়টি নিয়ে এলাকা সহ আসপাসের নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী লোকজন এটা দেখার জন্য ভীড় জমায়। পরে সাহসী কজন যুবক ওই ভেলা ও মূর্তি ভেঙ্গে গুড়িয়ে ফেলে। তবে ফকিরালী/কবিরাজী করে কারো বিশেষ করে মেয়ে মানুষের সর্বনাশ করার লক্ষেই এই কাজ করা হতে পারে বলে অভিজ্ঞ বয়স্ক ব্যক্তিরা মতামত প্রকাশ করেন। আর এহেন গর্হিত মূর্তি তৈরী ও তা কাফনের কাপড়ে জড়িয়ে কলার গাছের ভেলা তৈরী করে তা পানিতে ভেসে দেয়ার সাথে জড়িত ওই দুইজন তান্ত্রিক/ফকির /কবিরাজ বা আরো কেউ জড়িত থাকলে তাদের খুঁজে বের করে এর রহস্য উন্মোচনের চেস্টা করছে সচেতন যুবকেরা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.