মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে দিনে দিনে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় মাদারীপুরে নতুন আক্রান্ত হয়েছে ১০৯ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১২১ জন। গত সপ্তাহে ৮ জন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি থাকলেও তা এখন বেড়ে দাড়িয়েছে ১৭ জন। হোম আইসোলেশনে আছে ৬২৭ জন।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলায় গত ২৪ ঘন্টায় ৩৪০টি নমূনা পরীক্ষা করা হয়েছে। করোনা সনাক্ত হয়েছে ১০৯ জন। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ৩৯, কালকিনিতে ১১, রাজৈরে ৪০ ও শিবচরে ১৯ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট সনাক্ত হয়েছে ৩ হাজার ১২১ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৩৫ জন। মোট চিকিৎসাধীন আছে ৬৪৪ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে আছে ১৭ জন ও হোম আইসোলেশনে আছে ৬২৭ জন।
মাদারীপুর সদর হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. মীর রায়হান বলেন, মাদারীপুরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় মাদারীপুর জেলায় নতুন করে ১০৯ জন আক্রান্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.