মাদারীপুর সংবাদদাতা।।
মাদারীপুরের শিবচরে ঘরের সিড়ির উপর পা পিছলে পড়ে আলমাছ হোসেন ৩৮ নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) সন্ধ্যায় দিকে এঘটনা ঘটে
নিহত আলমাছ হোসেন উপজেলার বাচামারা মৌলবীকান্দি গ্রামের কিনাই সিপাইর ছেলে।
পারিবারিক সুত্রে জানা, বিকালে শিবচরে বিভিন্ন এলাকায় ঝড় হয়।এসময় আলমাছদের বাড়ির বিদ্যুতের তারের উপর একটি বাশ পড়ে গেলে।আলমাছ বাশটি সরিয়ে দিতে যাওয়ার সময় অসাবধানতা বসত পা পিছলে ঘরের সিড়িতে পড়ে মারাত্মক আহত হন।পরে পরিবারের লোকজন তাকে তুলে সন্ধার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আয়েসা সিদ্দিকা তন্বী বলেন বিকাল সাড়ে পাচটার দিকে আলমাসকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
ঘটনাটি শোনার পরে শিবচর থানার উপ পরিদর্শক তাপসের নেতৃত্বে পলিশের একটি শিবচর হাসপাতাল পরিদর্শনে আসেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.