প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৯:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২১, ১২:২৮ পি.এম
তিন বছর পর আবারও অভিনয়ে সুমাইয়া শিমু
অনলাইন ডেস্ক |
তিন বছর পর আবারও অভিনয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। তাকে নিয়ে ‘লাইফলাইন’ নামের বিশেষ নাটক নির্মাণ করলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর চিত্রনাট্যও তারই। এতে শিমুর বিপরীতে দেখা যাবে এ প্রজন্মের অভিনেতা মুশফিক আর ফারহানকে।
শিমু বলেন, ‘তিন বছর পর আবারও চেনা জায়গায় ফিরে আমি এক্সাইটেড। শুটিং থেকে দূরে থাকার পেছনে বিশেষ কোনও কারণ নেই। তবে অনেকে ভাবেন আমি বিদেশে থাকি। এটা ভুল বোঝাবুঝি ছাড়া কিছু নয়। বিদেশে থাকি ভেবে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেননি। আমারও যোগাযোগ করা হয়নি। এসব কারণেই নিয়মিত কাজ করা হয়নি।’
নির্মাতা রাজ জানান, আসন্ন ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে। পাশাপাশি উন্মুক্ত হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.