অনলাইন ডেস্ক |
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু খানিকটা কমেছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে এখানে ১৩ জনের মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ১৭ জন মারা যায়। তারও আগের দিন মারা যান ২২ জন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ছিল। ৮ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে।
মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন, একজন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ৩ জন, নওগাঁর একজন ও পাবনার একজন। হাসপাতালটিতে গত তিন দিনে ৫২ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় ৬১ জন নতুন রোগী হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন।
এই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৪ জন। বর্তমানে এখানে ৪৭৮ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত ইউনিটে শয্যা সংখ্যা ৪০৫টি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.