প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২১, ১১:০৫ এ.এম
সপ্তাহের মাঝামাঝিতে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়ার আভাস
অনলাইন ডেস্ক |
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহের মাঝামাঝিতে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। তবে সপ্তাহ শুরুর দুই দিনে সারা দেশে কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা।
বাড়তি পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে শুক্রবার রাতে এ সব কথা বলা হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আরও বলা হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.