শিবচর মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিবর মোল্লা(৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) বিকেলে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের খাড়াকান্দি গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মজিবর মোল্লা ওই গ্রামের মজিদ মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলের দিকে নিজ জমিতে সেচ দেবার জন্য মোটর চালু করেন মজিবর।এসময় অসাবধানতা বসত মোটরের তারে হাত লেগে গেলে বিদ্যুতস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজ হোসেন জানান,'বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তিনি সেচ কাজের জন্য মোটর চালু করতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা যান।'
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.