জুয়েল শাহাদাত,ডেস্ক রিপোর্ট।।
গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। আক্রান্ত চারজনই সদর উপজেলায়।এদের ২ জন মাদারীপুর সার উপজেলার বাহাদুরপুর এবং অপর ২ জন সদরের ধুরাইল ইউনিয়নের বাসিন্দা।
শনিবার মাদারীপুরে সাস্হ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকরাম হোসেন জানান,
গত ২৪ ঘন্টায় মাদারীপিরে নতুন ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এদের দুই শিশু ভাই-বোন সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পশ্চিম বাহাদুপুরের বাসিন্দা এবং ধূরাইলের জালালপুর গ্রামে দুই নারী মা-মেয়ে।করোনা আক্রান্ত এই দুই পরিবারই ঢাকার মগবাজারে থাকতেন। কিছুদিন আগে তারা মাদারীপুরে গ্রামের বাড়িতে আসেন।আক্রান্ত চার জনকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। এরা সবাই সদর উপজেলায়। এর মধ্যে দুইজন নারী ও দুই পুরুষ রয়েছেন। যাদের বয়স যথাক্রমে ৪০, ২০, ১৫ ও ০৬ বছর। এর মধ্যে দুইজন বাহাদুপুর ইউনিয়ন ও বাকি দুইজন ধুরাইল ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১২ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৮ জন, রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে নেয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ৫৭২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৪৪৫ জনের রিপোর্ট পাওয়া গিয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.