বিশেষ প্রতিবেদক।।
মাদারীপুরের বিভিন্ন রাস্তা দিয়ে চলাচলের সময় পুলিশের বাধার প্রতিবাদে জেলার ইজিবাইক চালক শ্রমিকরা শনিবার দুপুরে শহরের কলেজ গেটের সামনে আঞ্চলিক মহাসড়ক অবরোধের পর ও বিক্ষোভ করে।
একাধিক ইজিবাইক চালকরা জানান, রাস্তায় বের হলেই পুলিশ আমাদের মারধর করে, চাবি নিয়ে যাওয়া, তার কেটে দেওয়া, সিট নিয়া যায়, পিটানো সহ নানার ভাবে হয়রানি করে। রাস্তায় বের না হলে ছেলে-মেয়েদের খাওয়াবো কি? আমরা কি না খাইয়া মরে যাবে? আমাদেরতো কেউ ত্রাণ দেয় নাই। পেটের দায়ে বাধ্য হয়ে ঘর থেকে রাস্তায় বের হই। পুলিশের অত্যাচারের বিরুদ্ধে আমরা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা বলেন, করোনার কারনে যেহেতু লকডাউন চলছে। এ ক্ষেত্রে জনসার্থে লোকজন যাতে বাহিরে কম বের হয় সে জন্য পুলিশ সাময়িক সময়ের জন্য ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণ করছে। রাস্তায় ইজিবাইক চলাচল করলে লোকজন বেশি বাহিরে বের হয় এবং ইজিবাইক কম চলাচল করলে লোকজনও বাহিরে কম বের হয়। কোন পুলিশ সদস্য কোন ইজিবাইক চালককে মারধর করেনি। ট্রাফিক পুলিশ কয়েকটি ইজিবাইকের সিট নিয়ে গিয়েছিল, পরে তা আবার ফেরত দিয়ে দেয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.