অনলাইন ডেস্ক |
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ভিত্তিক ভিডিও প্ল্যাটফর্ম রাম্বলে যোগ দিয়েছেন।
চলতি বছরের শুরুতে অধিকাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ হন ট্রাম্প। ফেইসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন না ২০২৩ সাল পর্যন্ত। টুইটার অ্যাকাউন্টেও নিষিদ্ধ। গুগলের ইউটিউবেও একই অবস্থা।
ট্রাম্পের নারী মুখপাত্র লিজ হ্যারিংটন রয়টার্সকে বলেছেন, ‘সাবেক প্রেসিডেন্টের নিজস্ব সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম আনার পরিকল্পনা রয়েছে। রাম্বলে যোগদান ওই পরিকল্পনার বিকল্প নয়, বরং বাড়তি সংযোজন।’
তিনি বলেন, ‘বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যখন বাক্স্বাধীনতার ওপর নজিরবিহীন আক্রমণ চালাচ্ছে, তখন মার্কিন জনগণের কাছে পৌঁছানোর এটি একটি দুর্দান্ত উপায়।’
রাম্বলের প্রধান নির্বাহী ক্রিস পাভলভস্কি তার সাইটে ট্রাম্পের ভেরিফায়েড অ্যাকাউন্টটি সম্পর্কে নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
ট্রাম্পের উপদেষ্টা ড্যান স্ক্যাভিনো এক টুইটে ট্রাম্পের ওহাইও র্যালি প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করার কথা জানান।
কানাডিয়ান প্রযুক্তি উদ্যোক্তা পাভলভস্কি ২০১৩ সালে ইউটিউবের বিকল্প সাইট হিসেবে চালু করেন রাম্বল। প্ল্যাটফর্মটি ক্রমশ মার্কিন রক্ষণশীলদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
ট্রাম্প এর আগে নিজস্ব ওয়েবসাইট চালু করেন। কিন্তু কিছুদিনের ভেতর সেটি বন্ধ করে দেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.