অনলাইন ডেস্ক |
সুন্দরী প্রতিযোগিতা দিয়ে শোবিজে আগমন প্রিয়মণির। মাঝে তিন বছরের প্রস্তুতি শেষে ফিরেছেন সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। রাজু আলীম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘ভালোবাসার প্রজাপতি’দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করলেও ছবিটির কাজ এখনো শেষ হয়নি। তার আগেই গত ঈদে মুক্তি পেয়েছে প্রিয়মণি অভিনীত চলচ্চিত্র ‘কসাই’। এই সিনেমায় অভিনয় করে বেশ ভালোই সুনাম কুড়িয়েছেন প্রিয়। এবার তিনি কাজ করলেন একটি বিজ্ঞাপনে।
কোরবানির ঈদ উপলক্ষে নির্মিত এ বিজ্ঞাপনটি সনি রেংস ফ্রিজের ওপর। সম্প্রতি এর শুটিং শেষ করেছেন প্রিয়মণি। বিষয়টি জানিয়ে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। ক্যারিয়ারের প্রথম টিভিসি। একটি ভালো টিমের সঙ্গে কাজ করার সুযোগ পেলাম। এটি ঈদ উপলক্ষে প্রচার হবে। আশা করছি ভালো ফিডব্যাক পাবো।’
এদিকে প্রিয়মণি বেশ কিছু ওয়েব সিরিজ ও সিনেমায় নতুন করে যুক্ত হতে যাচ্ছেন। শিগগিরই সেগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান সম্ভাবনাময়ী এই অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.