ডেস্ক রিপোর্ট-
মাদারীপুরে সদর হাসপাতালের (আরএমও) ডাক্তার অখিল সরকারের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার দত্ত কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনিল চন্দ্র সরকার স্মৃতি ফাউন্ডেশন’এর পক্ষ থেকে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে তুলে দেয়া হয় এ ত্রাণ সামগ্রী। এর মধ্যে প্রত্যেক পরিবারকে চাল ৫ কেজি, তেল ১ লিটার, আলু ২ কেজি, ১ কেজি ডাল ও সাবান দেয়া হয়। করোনা ভাইরাসের দুঃসময়ে বিনামূল্যে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র ও দিনমজুর মানুষ। ত্রাণ বিতরণের উপস্থিত ছিলেন প্রয়াত অনিল চন্দ্র সরকার’র স্ত্রী দিপ্তি রানী সরকার, মাদারীপুর জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট যতিন চন্দ্র সরকার, বাংলাদেশ টেলিযোগাযোগ ও কোম্পানী লিমিটেড’এর (বিটিসিএল) মাদারীপুর জেলার সহকারী ম্যানেজার ইঞ্জিনিয়ার অপূর্ব সরকারসহ এলাকার গণ্যমান্যরা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.