প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৩:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২১, ২:১৬ পি.এম
চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের।। দুদক’কে তদন্তের নির্দেশ
আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধায় বিজ্ঞ বিশেষ জজ আদালত কর্তৃক মামলা আমলে নিয়ে দুর্নীতি দমন বিভাগে তদন্তের নির্দেশ পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে। ১'শ ৩২টি ভুয়া প্রকল্পের নামে ২১ কোটি ২০ লাখ টাকা ও ১ লাখ ২৪ হাজার মেট্রিক টন গম আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে রংপুর দুর্নীতি দমন বিভাগে ধারা ৪০৬/৪২০ এবং দুর্নীতি দমন আইনে ০৫ ধারা মতে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলা প্রকাশ,ওই ইউপি চেয়ারম্যান ও সদস্যরা বিগত ২০১৫-২০১৬ অর্থ বছর থেকে ২০২০-২০২১ অর্থ বছর পর্যন্ত অতিদরিদ্র কর্মসূচীর আওতায় ১৮টি,কাবিখা/কাবিটার ৪টি, ইউনিয়নের জন্য ১% বাবদ ২টি, টিআর ১৪টি,শ্রমিকদের নামের তালিকায় ৭৫% নাম আসামিদের নাম অন্তর্ভুক্তকরণ মোট ৩৮টি প্রকল্পের ১ কোটি ১৮ লাখ টাকাসহ সর্বমোট ১'চ ৩২টি প্রকল্পের ২১ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৩'শ ৮০ টাকা এবং ১ লাখ ২৪ হাজার ৪'শ ৯৮ মেট্রিক টন গম আত্মসাৎ করেন।
শুধু তাই নয়,উক্ত আসামিরা অতিদরিদ্র কর্মসূচীর আওতায় শ্রমিকদের নামের তালিকায় নিজস্ব লোকজনের নাম অন্তর্ভুক্ত করেও বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এবিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু বলেন,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, আগামী নির্বাচনে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ মিথ্যা মামলা দায়ের করেছেন। এ মামলা দায়েরকারী আগামী ইউপি নির্বাচনে ওই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল জানান,মামলা দায়েরের পর হতে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ফুঁসিয়ে তুলে আমাকে মিথ্যা দোষারোপ করে অপপ্রচার মূলক মানববন্ধন করেছে ইউপি চেয়ারম্যান গং।

যে মানববন্ধনে ইউপি সদস্যগণ কর্মসূচীর শ্রমিকদের দিয়ে করিয়েছেন যার প্রমাণ আমার নিকট রয়েছে। আমি বিজ্ঞ আদালতে তা উপস্থাপন করবো। উল্লেখ্য যে,গাইবান্ধা জেলার পলাশবাড়ীর উপজেলার ১নং কিশোরগাড়ি ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে ১'শ ৩২টি ভুয়া প্রকল্পের নামে ২১ কোটি ২০ লাখ টাকা ও ১ লাখ ২৪ হাজার ৪'শ ৯৮ মেট্রিক টন গম আত্মসাতের অভিযোগে গাইবান্ধা বিশেষ জজ আদালতে ২১ জুন সোমবার একটি মামলা (১/২১ নং) দায়ের করা হয়েছে। উক্ত মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিশেষ জজ আদালত রংপুর দুর্নীতি দমন বিভাগে ধারা ৪০৬/৪২০ এবং দুর্নীতি দমন আইনে ০৫ ধারা মতে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। জ্ঞাতার্থে, গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জাইতর গ্রামের জিয়াউল হক জুয়েল ওই ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টুসহ ১১ জন ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির এ মামলা দায়ের করেন। মামলার আসামি অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা হলেন- মমতাজ আলী,মো. রেজাউল, মো. মতলুবর রহমান,রফিকুল ইসলাম,মোজাম্মেল হক,নওশা মিয়া,অহেন্দ্র নাথ সরকার এবং সংরক্ষিত মহিলা সদস্য রঞ্জনা রানী মহন্ত,এমিলি খাতুন ও মেনেকা বেগম। আর এ মামলা দায়েরের পর বিষয়টি ওই ইউনিয়নসহ পলাশবাড়ী উপজেলায় টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.