অনলাইন ডেস্ক |
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৪ জনের মৃত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে করোনা ও করোনা উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়।
এর আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হয়েছিল।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৪ জনের মধ্যে পাঁচজনের করোনা পজিটিভ ছিলেন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। মৃতদের মধ্যে সাতজন নারী এবং সাতজন পুরুষ।
এ নিয়ে চলতি মাসের ২৫ দিনে (১ জুন থেকে ২৫জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৭৭ জন। এর মধ্যে করোনা শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১৩৮ জন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.