অনলাইন ডেস্ক |
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় ২০ টাকা জরিমানা করা হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।
বুধবার প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে অলক কাপালির বিরুদ্ধে একটি কট বিহাইন্ডের আবেদন করে গাজী গ্রুপ। সেই আবেদনে সাড়া না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন গাজী গ্রুপের অধিনায়ক মাহমুদউল্লাহ। তার বিরুদ্ধে লেভেল-২ আচরণবিধি ভাঙার অধিযোগ আনা হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।
প্রাইম ব্যাংকের ইনিংসের ১৬তম ওভারের ঘটনা সেটি। গাজী গ্রুপের ক্রিকেটাররা সমস্বরে হাত উঁচিয়ে, হাঁটু গেড়ে আম্পায়ার মাহফুজুর রহমানের কাছে আউটের আবেদন জানান। দীর্ঘ ও জোরালো আবেদনেও তিনি সাড়া দেননি আম্পায়ার।
আবেদনে সাড়া না পেয়ে কিছুটা শিশুসুলভ আচরণই করেন মাহমুদউল্লাহ। মাটিতে ঘুষি, গড়াগড়ি করে তিনি থার্ড ম্যানে গিয়ে কিছুক্ষণ বসেও থাকেন চুপচাপ। বেশ কয়েকবার আম্পায়ার তাকে খেলা শুরু করতে বললেও তিনি তা করেননি। শেষ পর্যন্ত অবশ্য মাহমুদউল্লাহ উঠলে খেলা শুরু হয়।
লো-স্কোরিং ম্যাচটায় ২ উইকেটে হারে গাজী গ্রুপ। অলক কাপালি ঝোড়ো ইনিংস খেলে জয় এনে দেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.