অনলাইন ডেস্ক |
সমুদ্রসীমা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ টার্গেট করে বোমা ছুড়েছে রাশিয়া। ব্রিটেনের ট্যাবলয়েড পত্রিকা দ্য সান এই খবর দিয়েছে।
তবে ব্রিটেনের কর্মকর্তারা এই তথ্য অস্বীকার করে বলছেন, এমন কিছুই ঘটেনি।
মস্কোর দাবি, কৃষ্ণসাগরে আন্তর্জাতিক জলসীমা নীতিমালা লঙ্ঘন করায় তাদের নিরাপত্তা বাহিনী সেদিকে অগ্রসর হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি উল্লেখ করে দ্য সান বলছে, কৃষ্ণসাগরে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করেছে ব্রিটিশ নৌসেনার যুদ্ধজাহাজ। নৌসেনাকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা শোনেনি বলে দাবি রাশিয়ার। তার পরই সেই জাহাজ লক্ষ্য করে টহলদারি নৌবাহিনীর বিমান থেকে বোমা ছোড়ে রাশিয়া।
ওই বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ব্রিটিশ নৌসেনার যুদ্ধজাহাজ এইচএমএস ডিফেন্ডার কৃষ্ণসাগরে টহল দেওয়ার সময় ক্রিমিয়ার কেপ ফিয়োলেন্টের কাছে চলে এসেছিল। আন্তর্জাতিক সীমা লঙ্ঘনের আগে থেকেই তাদের সংকেত দেওয়া হয়েছিল। একই সঙ্গে সতর্কও করা হয়।
ব্রিটেনের পাল্টা দাবি, রুশ সেনারা মহড়া দিচ্ছিল। ব্রিটিশ জাহাজকে লক্ষ্য করে বোমা ছোড়ার মতো কোনো ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.