পিয়াং এনগাইহ ডন নামের ওই গৃহকর্মী বিভিন্ন চোট নিয়ে মৃত্যুবরণ করেন ২০১৬ সালে। তখন তার শারীরিক ওজন ছিল মাত্র ২৪ কেজি।
অভিযুক্ত নারী গাইয়াত্রিরি মুরুগায়ান এক পুলিশের সহধর্মিণী। মিয়ানমারের ওই গৃহকর্মীকে নির্যাতনের জন্য প্রসিকিউটররা তাকে ‘শয়তান ও অমানবিক’ হিসেবে অভিহিত করেছেন।
এই ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে ধনী শহর-রাজ্যে সমাজের উচ্চ শ্রেণি (হাই-প্রোফাইল) কর্তৃক গৃহকর্মী বা দাসী নির্যাতনের অন্যতম ঘটনাগুলোর একটি।
৪০ বছর বয়সী মুরুগায়ান তার বিরুদ্ধে আনীত পিয়াংকে হত্যাসহ বিভিন্ন অভিযোগ স্বীকার করেছেন।
বিচারক জানান, ২৪ বছর বয়সী এক মহিলাকে কীভাবে নির্যাতন, অপমান, অনাহারে শেষ পর্যন্ত হত্যা করা হয় তার এক ‘হতাশাজনক’ চিত্র এঁকেছিল রাষ্ট্রপক্ষ।
তিনি বলেন, এই মামলাটি শহর-রাজ্যে ‘সবচেয়ে খারাপ হত্যাকাণ্ডের একটি’ এবং এই শব্দগুলো ওই যুবতী মহিলাকে যেভাবে নির্যাতন করা হয়েছিল তা সঠিকভাবে বর্ণনা করতে সক্ষম নয়।