অনলাইন ডেস্ক |
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩ হাজার ৫৭ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ৪৮ হাজার ২৭ জন হয়েছে। আর করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৮.০২ শতাংশ।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ।
চলতি বছরের মার্চে সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরুর পর গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছরের ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.