অনলাইন ডেস্ক |
মিয়ানমারের এক গ্রামে সরকারি নিরাপত্তা বাহিনী ও স্থানীয় গেরিলাদের মধ্যে সংঘর্ষের পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে কমপক্ষে মারা গেছেন দুজন। খবর বিবিসির।
কিন মা নামের গ্রামটির বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার সেনাবাহিনীরা ২৪০টি ঘরের মধ্যে ২০০টি ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিয়েছে।
তারা জানায়, শাসক গোষ্ঠী বিরোধী মিলিশিয়াদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের পর এই ঘটনা ঘটে।
এই হামলার নিন্দা জানিয়েছেন মিয়ানমারের নিযুক্ত যুক্তরাজ্যের অ্যাম্বাসেডর ড্যান চুগ। তিনি বলেন, ‘মগওয়েতে আগুন দিয়ে পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছে জান্তা সরকার। প্রবীণ বাসিন্দাদের হত্যা করেছে। এতে আবারও প্রমাণ হয় যে, সেনাবাহিনীরা ভয়াবহ অপরাধ কার্যক্রম জারি রেখেছে এবং মিয়ানমারের লোকজনের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই।
তবে সেনাবাহিনী নিয়ন্ত্রিত দেশটির জাতীয় টেলিভিশন এই ঘটনার জন্য দায়ী করেছে গেরিলাদের।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.