অনলাইন ডেস্ক |
ক্ষমতায় আসার পর ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবার দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বিবিসি জানিয়েছে, বাংলাদেশ সময় বুধবার বিকেল পাঁচটার দিকে সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়ান প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের বসার কথা।
প্রভাবশালী দুটি দেশের দুই নেতা এমন সময় বৈঠকে বসতে যাচ্ছেন, যখন তাদের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।
অস্ত্র নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রে সাইবার হামলার অভিযোগসহ বেশ কিছু বিষয়ে এদিন আলাপ হতে পারে।
বড় কোনো ঘোষণা না আসলেও কিছু চুক্তি হলেও হতে পারে বলে ধারণা করছে বিবিসি।
বাইডেনের অভিযোগ, যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় সাইবার হামলার চেষ্টা করেছিল রাশিয়া। এরপর তিনি পুতিনকে ‘কিলার’ বলেন।
পরে বাইডেনকে ‘লাইভ সম্প্রচার’ অথবা ‘অনলাইনে’ আলোচনার আহ্বান জানান পুতিন।
পুতিন বলেছিলেন, ‘আমাদের আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আমি প্রেসিডেন্ট বাইডেনকে আমন্ত্রণ জানাতে চাই। কিন্তু শর্ত হল আমরা এটা লাইভ সম্প্রচারে করব, তারা যেমনটি বলছে অনলাইনে।’
বাইডেন দুদিন আগে বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে দ্বন্দ্ব চাই না। আমরা স্থিতিশীল সম্পর্ক চাই। কিন্তু আমার কথা পরিষ্কার: রাশিয়া কোনো ক্ষতিকর কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলে যুক্তরাষ্ট্র শক্ত এবং অর্থপূর্ণ উপায়ে জবাব দেবে।’
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.